শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ - ১৫:১৩
ইরান ও সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রীর দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা

কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক কমিটির বৈঠকের পার্শ্বসেশনে ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডা. মোহাম্মদ রেজা জাফারগান্দি ও সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ বিন আবদুর রহমান আল-জালাজিল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

হাওজা নিউজ এজেন্সি: বৈঠকে ইরানি স্বাস্থ্যমন্ত্রী দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতার জন্য দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে বৈজ্ঞানিক, শিক্ষাগত এবং চিকিৎসা-সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা জোরদার হলে শুধু দুই দেশের নয়, সমগ্র অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

অন্যদিকে, সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল ইরান এবং ইরানের বেসরকারি ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে রিয়াদে অনুষ্ঠিতব্য “গ্লোবাল হেলথ এক্সিবিশন”-এ বিশেষভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, “গ্লোবাল হেলথ এক্সিবিশন” সৌদি আরবের বৃহত্তম আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা উদ্ভাবনমেলা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা স্বাস্থ্যখাতে নতুন সুযোগ ও সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানে একত্রিত হন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha